চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,
চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার ডিপফেক ভিডিয়ো। অন্য এক মহিলার ভিডিয়োয় বসানো হয়েছিল রশ্মিকার মুখ। নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। কয়েক দিনের তফাতে ডিপফেক ভিডিয়োর কোপে পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও কাজল। ‘টাইগার ৩’ ছবিতে স্নানপোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। অন্য দিকে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয় এমন একটি ভুয়ো ভিডিয়ো, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন কাজল।
সোমবার ডিপফেকের শিকার হন অভিনেত্রী আলিয়া ভট্ট। এক মাসের মধ্যে এমন ডিপফেক ভিডিয়োর কোপে পড়লেন বলিউডের চার নামজাদা অভিনেত্রী। নিজের আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া। তবে অভিনেত্রীর স্বামী রণবীর কপূরকে পাশে নিয়ে এ প্রসঙ্গে ফের সরব রশ্মিকা।
আগামী ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সন্দীপ রে়ড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা। সেই ছবিরই একটি প্রচারমূলক অনুষ্ঠানে রশ্মিকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘‘আমি যখন প্রথম ওই ভিডিয়োটা দেখি, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবিওনি যে, আমি কারও থেকে কোনও রকম সাহায্য পাব। তার পরে আমার পাশে এসে দাঁড়ান অমিতাভ বচ্চন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তবে তার পরেও যা যা ঘটনা ঘটে যাচ্ছে, আমি এটুকুই বলতে পারি যে এই বিষয়টা স্বাভাবিক নয়।’’ রশ্মিকা আরও বলেন, ‘‘কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। নিজে এগিয়ে এসে আওয়াজ তুললে এমন অনেকেই আছেন, যাঁরা আপনার পাশে দাঁড়াবেন।’’