নিজস্ব সংবাদদাতা :
এ বছর সনি নর্ডি মোহনবাগানে খেলবেন, সবাই জেনে গেছেন। গতবছর বাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স। আইএসএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির তঁাকে নিয়ে টানাটানি, তা–সত্ত্বেও মোহনবাগানেই রয়ে গেলেন কেন? জানতে নিশ্চয়ই ইচ্ছা করে বাগান, লাল–হলুদ সমর্থকদের। হাঁড়ির খবর, ভারতে সনির এজেন্ট প্রাক্তন ব্রাজিলিয়ান বেটো। বছর দুই আগে বেটোর সঙ্গে বাগান কর্তারা এমনই চুক্তি করেছিলেন, ভারতে খেললে সনিকে বাগানেই খেলতে হবে। তাই, ভারতের যে কোনও ক্লাবের অফার পেলে তাদের বাজিয়ে ছেড়ে দেন সনি ও তঁার এজেন্ট বেটো। শেষ পর্যন্ত খেলেন বাগানেই। এবারও তাই। মাঝেমধ্যেই বাগান কর্তাদের বলতে শোনা যায়, ‘সনি ভারতে খেললে বাগানেই খেলবে।’ এই মন্তব্য করার বুক ভরা সাহসটা বাগান কর্তারা বছর দুই আগে থেকে সঞ্চয় করে রেখেছেন যে। এছাড়া, ভিটামিন–এম অবশ্যই একটা ফ্যাক্টর। বাগানের অন্দরেই ফিসফাস চলে, মোহনবাগানে সনি নাকি ‘ওভাররেটেড’। তাই কী? সেটা আপনারাই বিচার করুন। এই বিতর্কে আমরা না হয় না–ই বা ঢুকলাম।
তঁাবুতে আরও একটা খবর শোনা যায়। তা হল, স্ত্রী, পুত্রকে ছাড়া থাকতে চান না সনি। আইএসএল খেললে স্ত্রী, পুত্রকে সঙ্গে রাখা যায় না। আই লিগ খেললে তা সম্ভব। সনির স্ত্রী কিম্বার্লিন–ও চান, সনি কলকাতাতেই খেলুক।