নিজস্ব সংবাদদাতা :
মৃত্যুর আধঘন্টা আগেই শ্রীদেবীকে সারপ্রাইজ দিতে দুবাইয়ে পৌঁছন বনি কপুর। দুবাইয়ের কাগজ ‘খলিজ টাইমস’ জানিয়েছে, গত দু’দিন হোটেলের ঘরে একাই ছিলেন শ্রীদেবী। ঘর থেকে বেরও হননি। ২৪ তারিখ বিকেলে জুমেরাহ হোটেলে শ্রী কে সারপ্রাইজ দিতে পৌঁছন বনি। তখন শ্রীদেবী ঘুমোচ্ছিলেন। তাঁকে ঘুম থেকে তোলেন বনি। স্বামী-স্ত্রীর মধ্যে কিছুক্ষণ কথাও হয়। এরপরই ডিনারে যাওয়ার প্ল্যান করেন বনি। রেডি হতে বাথরুমে যান শ্রীদেবী। মিনিট পনের পরেও বাথরুম থেকে না বেরনোয় দরজায় ধাক্কা দেন বনি। ‘খলিজ টাইমস’এর তরফে জানানো হয়েছে এরপরই দরজা ভেঙে বাথরুমে ঢোকেন বনি। শ্রীদেবী বাথটবে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন তিনি। এরপরই নিজের এক বন্ধুকে খবর দেন বনি কপুর। তিনিই ডাক্তারকে খবর দেন। উরপর হাসপাতালে নিয়ে গেলে শ্রীদেবীকে মৃত ঘোষণা করা হয়। এদিকে মৃত্যুর দু’দিন আগে হোটেলের কামরা থেকে একবারও না বেরনোয় জল্পনা শুরু হয়েছে তবে কি স্বামী-স্ত্রীর মধ্যে কোনও মনমালিন্য হয়েছিল? তাই বনির সঙ্গে ফেরত যাননি শ্রী? তবে পরিচিতেরা এই খবর উড়িয়ে দিয়ে বলছে, শ্রীদেবী খুবই ‘প্রাইভেট পার্সন’ ছিলেন। হইহট্টগোলের থেকে একাকিত্ব পছন্দ করতেন। গত সপ্তাহে দুবাইয়ের রাস আল খাইমায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী, বনি কপুর এবং তাঁদের ছোট মেয়ে খুশী। ২২তারিখ ফিরে আসেন বনি। তারপরই আবার স্ত্রীকে সারপ্রাইজ দিতে দুবাইয়ে যান বনি। তখন তিনি নিজেও জানতেন না এই দেখাই শেষ দেখা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan