নিজস্ব সংবাদদাতা
রাজস্থানে মালদার যুবক খুনের ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টুইট করে তিনি বলেন, মালদার আফরাজুল খানকে খুবই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। তাঁর পরিবার এখন পুরোপুরি অসহায়। তাই তিনি রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা এবং পরিবারের যে কোনও একজন সদস্যকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন। এছাড়াও সমস্ত রকম সরকারি সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। তৃণমূলের একটি টিম আফরাজুলের বাড়িতে পাঠানো হবে। তাই আগামীকাল সকাল ১০ টায় সৌগত রায়, শুভেন্দু অধিকারী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও ববি হাকিম মালদা যাচ্ছেন। মালদার ঘটনার কড়া নিন্দা করে আজ বিকেল ৫টায় রাজ্য যুব তৃণমুলের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হয়েছে। হাজরা মোড় থেকে গান্ধী মূর্তি পর্যন্ত যাওয়া এই মিছিলে উপস্থিত থাকছেন যুব তৃণমুল সভাপতি আভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan