Home / TRENDING / টিআরপিইর দৌড়ে শেষ হতে চলেছে এই সিরিয়াল

টিআরপিইর দৌড়ে শেষ হতে চলেছে এই সিরিয়াল

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,

ঘড়ির কাঁটা ধরে দর্শক টিভির পর্দায় প্রিয় সিরিয়াল দেখতে বসে পড়েন। বাঙালি দর্শক কিন্তু, প্রকৃত সিরিয়াল প্রেমী। যখন কোনও ধারাবাহিক শেষ হওয়ার খবর আসে বা শেষ এপিসোডের সম্প্রচার হয় সেই দিন তাঁদের মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে যায়। ২ নভেম্বর শেষ হয়ে গিয়েছে নীল-তিয়াশার বাংলা মিডিয়াম। খেলনা বাড়ির শেষ দিনের শ্যুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মিতুল ওরফে আরাত্রিকা। এবার সম্ভবত, বন্ধের পথে সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।

এক সংবাদ মাধ্যমে এই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী জানান,  ‘শেষ হতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, এই সিরিয়ালের কেন্দ্রে কোনও সাংসারিক ঝামেলা ছিল না। গল্পটা ছিল একেবারেই অন্য রকম। প্রথম বার এমন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্ভবত ১১ নভেম্বর হবে এই সিরিয়ালের শেষ দিনের শুটিং। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবাই বলেন খুব ভাল সিরিয়াল, অথচ টিআরপিই উঠল না।”

মাত্র আট মাসই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি। সেই জায়গায় এন্ট্রি নেবে এলএলবি গীতা। টাইম স্লট দেখে আপাতত সেটাই প্রাথমিক অনুমান। শুক্রবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। সেই দিনই এলএলবি গীতার সম্প্রচারের সময় ঘোষণা করা হয়। ছ’টা ৩০ মিনিটে দর্শকের দরবারে আসবে এলএলবি গীতা।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *