নিজস্ব প্রতিনিধি :
হিন্দু সংহতি মঞ্চের অনুষ্ঠান ঘিরে তুলকালাম রানি রাসমণি রোড। হিন্দু সংহতি বাহিনীর হাতে সাংবাদিক নিগৃহ। এঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনায় হিন্দু সংহতির উপদেষ্টা তপন ঘোষকে আটক করেছে পুলিশ। বুধবার হিন্দু সংহতির অনুষ্ঠানে স়ংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন তাঁদের ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যখন ধর্মান্তরিত কয়েকজনের সঙ্গে কথা বলতে যান সেই সময় তাঁদের ওপর চড়াও হয় হিন্দু সংহতি মঞ্চের কর্মীরা। মারধর করা হয় কয়েকজন সা়ংবাদিককে। এদিকে হিন্দু সংহতির উপদেষ্টা তপন ঘোষ জানিয়েছেন, যাঁরা গন্ডগোল করেন তাঁরা হিন্দু সংহতির কর্মী নন। বহিরাগতরাই সাংবাদিকদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিক নিগ্রহের নিন্দা করে হিন্দু সংহতিকে নিষিদ্ধ করার দাবি জানান মন্ত্রী ফিরহাদ হাকিম।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan