প্রসেনজিত ধর :
সাব ইন্সপেক্টেরেরর বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে চন্দননগর কমিশনারেটের দ্বারস্থ এক মহিলা কনস্টেবল।
অভিযোগ সাব ইন্সপেক্টর প্রিয়রঞ্জন সিংহের বিরুদ্ধে। প্রতারিত মহিলা কনস্টেবল শ্রীরামপুর থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাঁকে ফিরিয়ে দেয় থানা।বাধ্য হয়ে গত ৫ ডিসেম্বর চন্দননগর কমিশনারেটে অভিযোগ করেন ওই মহিলা পুলিশকর্মী।অভিযুক্ত এসআই শ্রীরামপুর থানায় কর্মরত। মহিলা তারকেশ্বর থানায় কনস্টেবল পদে নিযুক্ত।পাঁচ বছর আগে তারকেশ্বর থানায় থাকাকালীন আলাপ দুজনের। তারপর প্রেম।গত পাঁচ বছরে একাধিকবার মহিলা কনস্টেবলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এসআই। যার জেরে মহিলা দু’বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সামাজিক স্বীকৃতি দেওয়ার কথা বললেই নানা অছিলায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এসআই। মহিলাকে গর্ভপাত করতেও বাধ্য করেন।তারকেশ্বর থেকে শ্রীরামপুর থানায় বদলি হয়ে চলে আসেন এসআই। রেজিস্ট্রি বিয়ে করে রাখতে বললে, কখনও ভয় কখনও আত্মহত্মার হুমকি দিয়ে মহিলা পুলিশ কর্মীকে বিরত করেন এসআই। আসানসোলে, এসআইয়ের বাড়িতে গেলে, সেখান থেকেও তাঁকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন মহিলা।ইতিমধ্যে এসআইয়ের অন্যত্র বিবাহের ঠিক হওয়ায় কনস্টেবল বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।সুবিচারের আশায় কমিশনারেটের দ্বারস্থ হয়েছেন মহিলা পুলিশ কর্মী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan