রন্তিদেব সেনগুপ্ত:
যাঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙছে, তাতে কালি লেপন করছে, তাঁরা জানে না পশ্চিমবঙ্গের স্রষ্টা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই। দেশভাগের সময় এই অখণ্ড বঙ্গকে মুসলিম লিগ পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। জিন্নাহ দাবি করেছিলেন সারা বাংলা তাঁকে দিতে হবে। পোকাকাটা পাকিস্তান তিনি নেবেন না। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই। তিনি জানতেন, যদি পুরো বাংলাই পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে জিন্নাহ’র কবলে চলে যায় তবে হিন্দু বাঙালির অস্তিত্ব সঙ্কটময় হয়ে উঠবে। সেসময় বর্তমানের পশ্চিমবঙ্গ, যাঁর সংখ্যা গরিষ্টই হিন্দু ছিল তাকে জিন্নাহ’র কবল থেকে ছিনিয়ে নিয়ে আসেন শ্যামাপ্রসাদ। তিনি বলেছিলেন, “জিন্নাহ ভারত ভাগ করেছেন , আমি তাঁর পাকিস্তান ভাগ করে দিলাম”। সেই সময় শ্যামাপ্রসাদের দাবিকে সমর্থন জানিয়েছিলেন মেঘনাদ সাহা, সুচেতা কৃপালিনী, রামানন্দ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। ৭০ বছর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কতবড় দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা আজকের বাংলাদেশ দেখলেই বোঝা যায়। যেখানে হিন্দুদের সংখ্যা ৮%রও কম। যেখানে সেই ৪৭’র পর থেকেই ‘এথনিক ক্লিন্জি্ং’ চলে আসছে। এর ফলে আজও বাংলাদেশ থেকে পালিয়ে এ দেশে আশ্রয় নিচ্ছেন বহু হিন্দু শরনার্থী। সেদিন যদি শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে না বাঁচাতেন তবে হিন্দু বাঙালির অস্তিত্বই থাকত না। যাঁরা আজ তাঁর মূর্তিতে কালি লেপন করছেন, শ্যামাপ্রসাদ না থাকলে তাঁরা আজ এখানে রাজনীতি করার সুযোগও পেতেন না। এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্যামাপ্রসাদকে ‘সাম্প্রদায়িক’ বলে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করতে অস্বীকার করেছিলেন। কিন্ত বুদ্ধদেব ভুলে গিয়েছেন, শ্যামাপ্রসাদ যদি সেদিন হিন্দুদের জন্য না লড়তেন, তবে বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া হত না। যাঁরা আজ লাল ঝান্ডা নিয়ে মিছিল করছেন, তাঁরা কোনও ঝান্ডা নিয়েই পথে নামতে পারতেন কী! যে বাংলায় তাঁরা খেয়ে-পরে বেঁচে আছেন, তা শ্যামাপ্রসাদের সৌজন্যেই। তাই শ্যামাপ্রসাদের তৈরি পশ্চিমবঙ্গে বসবাস করে যাঁরা তাঁর মুখে কালি লাগাচ্ছেন তাঁরা আমার কাছে “জননীর জঠরের লজ্জা”। এভাবে কালি লাগিয়ে, মূর্তি ভেঙে পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে শ্যামাপ্রসাদকে মুছে দেওয়া যাবে! যতদিন পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে, ভারতবর্ষের অস্তিত্ব থাকবে, ততদিন শ্যামাপ্রসাদ থাকবেন। বাঙালির হৃদয়, ভারতীয়দের হৃদয়, হিন্দুদের হৃদয়ে শ্যামাপ্রসাদ চিরকাল থাকবেন। চিনের দালালেরা তাঁকে অপমান করতে পারেন, পাকিস্তানের দালালেরা তাঁর মর্ম নাও বুঝতে পারেন। কিন্তু একজন প্রকৃত ভারতীয় কখনই শ্যামাপ্রসাদকে অপমান করবেন না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan