নিজস্ব সংবাদদাতা :
লাভ জিহাদের জিগির তুলে নৃশংস হত্যার প্রতিবাদ করল আরএসএস।
অমানবিক এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে এই রাজ্যের নাম। এই রাজ্যেরই মালদা জেলার শেখ পাড়ার বাসিন্দা ৪৪ বছরের তরুনকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে রাজস্থানে। শুধুমাত্র কুপিয়ে তারপর কেটে ও শেষে জ্বালিয়ে দিয়ে হত্যা করাই নয়, হত্যাকারী তার সঙ্গীকে দিয়ে পুরো ঘটনার ভিডিয়ো করিয়েছে। ক্যামেরার সামনে এসে সে বলেওছে যে যদি আর কেউ লাভ জিহাদের সাহস দেখায় তাহলে তার পরিণতিও একইরকম হবে।
এই রাজ্যের মালদা জেলার সৈয়দপুরের শেখ পাড়াতেও নেমেছে শোকের ছায়া। এখানকারই বাসিন্দা আফরাজুল খান। ২০ বছর আগে শ্রমিকের কাজ নিয়ে তিনি রাজস্থান চলে গেছিলেন।
শম্ভুনাথ রায়গড় নামে এক যুবক তাঁকে বর্বরোচিত হত্যা করে।
লাভ জিহাদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। মূলত হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত করার ঘটনাকেই লাভ-জিহাদ বলা হয়। ‘লাভ’ অর্থে প্রেম। এই ধরনের বহু কেস স্টাডি সঙ্ঘের কাছে আছে বলেও দাবি করেন তাঁরা। তবে লাভ জিহাদের প্রতিবাদ করার নামে এই ধরনের নারকীয় কাজ কোনও মতেই মানছে না সঙ্ঘ। এই রাজ্যের সঙ্ঘ নেতা জিষ্ণু বসু বলেন, “এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। কোনও অছিলাতেই এই ধরনের অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan