নীল বণিক :
পাহাড়কে শান্ত করতে গুরুঙ্গদের অর্থের জোগান বন্ধ করতে চাইছেন পুলিশ কর্তারা। মোর্চাকে দীর্ঘ দিন আন্দোলন চালিয়ে যেতে হলে অর্থের প্রয়োজন হবে। সেই অর্থের জোগান কীভাবে আটকানো যায় তা নিয়ে এখন চিন্তায় পুলিশ কর্তারা।
ইতিমধ্যে মোর্চাকে কারা অর্থ জোগান দিতে পারে তা নিয়ে একটি তালিকা তৈরি করেছেন পুলিশ কর্তারা। কৌশলে সেইসব অর্থের জোগানদারদের কড়া বার্তাও দিয়েছে পুলিশ। এমনকী নেপাল থেকে একটা মোটা অঙ্কের টাকা মোর্চাদের কাছে আসে বলে পুলিশের কাছে খবর। নেপাল বর্ডার সিল করে সেই টাকার জোগানও আটকাতে চাইছে পুলিশ। অন্যদিকে কয়েকজন মোর্চা নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কড়া নজর রেখেছে পুলিশ। বেশ কিছু মোর্চা নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে তাজ্জব পুলিশ কর্তারা! এত টাকা কীভাবে মোর্চা নেতারা পাচ্ছেন তা নিয়েও আগামীতে দুর্নীতি দমন শাখার অফিসাররা তদন্তে নামছেন বলে সূত্রের খবর।
মোর্চা নেতাদের নামে বেনামি কিছু সম্পত্তির খবরও পুলিশের হাতে এসেছে। সেগুলো নিয়ে পুলিশ কর্তারা গোপনে তদন্ত শুরু করেছেন বলে সূত্রের খবর। এভাবেই মোর্চার বিরুদ্ধে পুলিশের তদন্তের ফাঁসে গুরুঙ্গদের বিঁধতে চাইছেন রাজ্যের তিন পুলিশ কর্তা।