Breaking News
Home / TRENDING / বিচ্ছেদের জল্পনা কাটিয়ে একসঙ্গে নীল তৃণা

বিচ্ছেদের জল্পনা কাটিয়ে একসঙ্গে নীল তৃণা

চ্যানেল হিন্দুস্থান, বিনোদন ডেক্স-

কয়েক মাস আগে তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা রকম গুঞ্জন।রঙের উৎসবেই কি এক হলেন তাঁরা? তাঁদের বহু বছরের সম্পর্কে নাকি চি়ড় ধরেছে। টলিপাড়ার চর্চিত জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। অনেক দিন তাঁদের একসঙ্গে দেখেননি দর্শক। তাই সকলের ধারণা হয়েছিল তারা বিচ্ছেদের পথে হাঁটছে।

গত ৪ ফেব্রুয়ারি ছিল নীল এবং তৃণার দ্বিতীয় বিবাহবার্ষিকী। এই দিনটাও তাঁরা আলাদাই কাটিয়েছিলেন। তাই নিয়ে বিচ্ছেদের কথায় জল্পনা আরও গাড়ো হয়। নায়ক বন্ধুদের সঙ্গে দুবাই ঘুরতে গিয়েছিলেন। আর অন্য দিকে তৃণা ব্যস্ত ছিলেন তাঁর নতুন সিরিয়ালের শুটিং নিয়ে। তাঁদের এই আলাদা বিবাহবার্ষিকী কাটানো তে, নেট পাড়ায় তৈরি হয় হাজারো প্রশ্ন।

যদিও এই প্রসঙ্গে তেমন ভাবে কখনও তাঁরা মুখ খোলেননি। উল্টে তৃণা জানিয়েছিলেন, সব ঠিক আছে। অবশেষে বহু দিন পর প্রকাশ্যে এলেন তাঁরা। চারিদিকে আলোর রোশনাই। ফুল দিয়ে সাজানো। নীলের পরনে শেরওয়ানি। আর অন্য দিকে তৃণা পরেছেন নীল লেহেঙ্গা। একসঙ্গে হিন্দি গানের তালে নাচছেন তাঁরা। বহু দিন পরে আবার তাঁদের রিল। দেখে খুশি তাঁদের অনুরাগীরা।

নীল-তৃণার বন্ধুর বিয়ে। আর সেই বিয়ের সূত্র ধরেই নীল-তৃণাকে পুরনো ছন্দে দেখে, এক জন লিখেছেন, “উফ কত দিন পর নীল-তৃণার রিল দেখছি। তৃনীলের রিলসের জন্য সব সময় অপেক্ষা করে থাকি। ভীষণ মিষ্টি লাগছে দু’জনকে।” তৃণা বলেছিলেন, “লোকে যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল।”

Spread the love

Check Also

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

শুধুমাত্র শুদ্ধিকরন আর বাংলাদেশ নয়, মমতার যে কথায় কান দিল না মেইনস্ট্রিম মিডিয়া

“ভর্সা যেন না পায় কোনও দাঙ্গামুখো হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভর্সা তাদের করুক তাড়া’ …

কোন সাহসে দলের প্রধান স্লোগান কে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু? কপালে ভাঁজ বিজেপির

দেবক বন্দ্যোপাধ্যায় উফ্! শুভেন্দুর বক্তৃতা শুনে সেই যে গায়ে কাঁটা দিয়েছে সেই কাঁটা আর যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *