চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। সোম ও মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমী অক্ষরেখা গোয়ালিয়র রাঁচি জামশেদপুর এরপর হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। রাজস্থান ও পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মূলত অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে। গুজরাটের ঘূর্ণাবর্ত সৌরাষ্ট্র উপকূলে নিম্নচাপে পরিণত হবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। সকালে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮.৪ মিমি।