বিশেষ সংবাদদাতা :
মুকুল রায়ের জীবনে জোড়াফুল দারুন ভাবে সত্যি হল!
ঘাসফুলে প্রথম ইনিংস খেলার পর তিনি এবার পদ্মফুলে শুরু করবেন রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস।
৬ তারিখ, কার্যকরীভাবে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু। ওইদিনই তিনি প্রথম পা রাখবেন রাজ্য বিজেপির সদর দফতরে।
তাঁকে স্বাগত জানাতে পার্টি অফিসে থাকবেন দলের মহিলা মোর্চার সদস্যরা। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অফিসে। সেখানে তাঁকে প্রথম স্বাগত জানাবেন দিলীপ ঘোষ। তারপর তিনি একে একে রাজ্য নেতাদের সঙ্গে মুকুল রায়ের পরিচয় করিযে দেবেন। এরপর দিলীপ ঘোষ ও মুকুল রায় মিলে যৌথ সাংবাদিক বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেখানেই মুকুল রায়কে রাজ্য বিজেপির নেতারা দলের উত্তরীয় পরিয়ে স্বাগত জানাবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan