নীল বণিক
দলে মুকুলকে স্বাগত জানালেন সংঘ প্রধান মোহন ভাগবত!
বুধবার রাতে বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন সরসঙ্ঘচালক। সেখানেই তিনি নাম না করে মুকুল সম্পর্কে তাঁর মনোভাব পরিস্কার করে দেন। শুধু মুকুল নয়, বিজেপির রাজ্য নেতাদের কাছে সঙ্ঘ প্রধানের বার্তা, দলে নতুনদের স্বাগত জানান। এই রাজ্যে সংগঠন বিস্তারে নতুনদের জায়গা করে দিতে হবে। তাহলেই রাজ্যে সংগঠন বাড়বে বলে জানান মোহন ভাগবত। প্রসঙ্গতঃ, রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারা দলে মুকুল রায়কে মেনে নিতে পারছেন না বলে দলের মধ্যেই একটি ধারণা তৈরি হয়েছে। মুখে স্বীকার না করলেও এই ধারণা শুধু যে মন গড়া নয় তা কোনও কোনও নেতার বিবৃতিতেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু নতুনদের দলে জায়গা করে দিতে সরসঙ্ঘচালকের এ হেন মন্তব্যে এখন বেশ চাপে পড়েছেন মুকুলকে হজম করতে না পারা নেতারা। বিজেপিরই একাংশ এখন বলছে, নতুনদের কথা বলে অাদতে সংগঠন বৃদ্ধির প্রশ্নে মুকুলে ভরসা রাখার কথাই বলেছেন মোহন ভাগবত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan