নিজস্ব সংবাদদাতা
আগামি বছর পরীক্ষায় বসবেন তিনি। এবং ১২৫ কোটি দেশবাসীর শুভেচ্ছায় ২০১৯ এ ভাল ফলও করবেন। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সঙ্গে আড্ডায় এভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ডঙ্কা বাজালেন মোদি।’পরীক্ষা পর চর্চা’ অনুষ্ঠানে এদিন গুরুর ভুমিকায় দেখা গেল নরেন্দ্র মোদিকে। পরীক্ষার আগে ভাল করে পড়াশোনা করার কথা বললেন মোদি। পরীক্ষার স্ট্রেস কমাতে টিপস্ ও দিলেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে হাল্কা মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সোজাসাপটা প্রশ্নকারী ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করে সাংবাদিকতা পড়ার টিপস দেন তিনি। এদিনের অনুষ্ঠানে ২০০০ ছাত্রছাত্রী অংশ নেয় বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan