ওয়েব ডেস্ক:
এই ঘটনাকে নৃশংস বললেও কিছুই বলা হয় না, এই নির্যাতনকে ভয়ঙ্কর বলেও বোঝানো সম্ভব না। উত্তরপ্রদেশের মিরাঠের এক কিশোর দিওয়ালির ‘আনন্দ’ করল এক শিশুর মুখে বাজি ঢুকিয়ে সেই বাজিতে আগুন দিয়ে। তারপর যা হওয়ার তাই হয়েছে। কচি মুখের মধ্যেই ফেটেছে সেই বাজি। ঘটনায় গুরুতর আহত শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
বলা বাহুল্য, সুপ্রিম কোর্ট যাই বলুক দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে গত বেশ কয়েক দিন ধরেই গোটা দেশ কম-বেশি আতসবাজি পুড়িয়ে আনন্দ মেতে উঠেছিল। আর এই পৈশাচিক ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে পার্বণের আনন্দে খেলছিল শিশুটি। সেখানে এলাকারই কিশোর হরপাল বেশ কিছু বাজি নিয়ে উপস্থিত হয়। এবং সে ভয়ানক কাণ্ড করে, ওই শিশুটির মুখে একটি চকলেট বোমা ঢুকিয়ে সলতেয় আগুন ধরিয়ে দেয়। শিশুটির মুখের মধ্যেই ফেটে যায় বোমাটি। এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয় কিশোর।
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন আহত শিশুর বাবা শশী কুমার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news