চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নি কান্ডের সাক্ষী থাকল শহর কলকাতা । রাজভাবনের খুব কাছে ডালহৌসি চত্বরের একটি বহুতলে হঠাৎই আগুন লেগে যায় । দাউদাউ করে জ্বলতে শুরু করে বহুতলের তিনতলার উপরের অংশ। আগুনের খবর পাওয়া মাত্রই রাজভবন থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ ডালহৌসির শরাফ হাউসের তিনতলার ছাদের একটি বিরাট অংশে আগুন লেগে যায়। উপর থেকে আগুনের টুকরো ছিটকে নিচেও পড়তে শুরু করে। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয় । ঘতনাস্থলে পৌছয় দমকলের ১০ টি ইঞ্জিন । জানা যাচ্ছে, ওই বহুতলে একাধিক অফিস রয়েছে । ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতলে যারা ছিলেন তাদের সুরক্ষিত ভাবে বাইরে বারকরে আনা হয়েছে । এদিন রাজভবন থেকেই আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজে আগুন নিয়ন্ত্রণে আনার সমস্ত কাজ পর্যবেক্ষণ করেন । এদিন তিনি জানান, “অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পুরোদমে চেষ্টা করা হচ্ছে। অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত আগুন নেভানো সম্ভব হবে।” তবে এই বহুতলে অবৈধ নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলার। এই বহুতলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না, তাও খতিয়ে দেকছে পুলিশ । দমকল সুত্রে খবর, ঠিক কি কারনে এই অগ্নিকান্ড তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news