নীল বণিক :
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে এবার সক্রিয় রাজনীতিতে নামতে চাইছেন অনেক মাওবাদী। তাই জঙ্গলমহলের যুদ্ধ ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চাইছেন তাঁরা। পশ্চিম মেদিনীপুরের কয়েকজন স্থানীয় মাওবাদী নেতা ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে খবর। কলকাতায় বিজেপির সদর দফতরেও চলতি সপ্তাহে মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক হয় বলে সূত্রের খবর। পাশাপাশি দুই মেদিনীপুরের নীচুতলার বহু তৃণমূল কর্মীই বিজেপিতে যোগ দিতে চান বলে খবর। তাঁদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চ্যাটার্জি। জঙ্গলমহলের মাওবাদী অস্ত্র ছেড়ে গণতান্ত্রিক পথে আসতে চাইলে বিজেপির কোনও আপত্তি থাকবে না বলে জানান তিনি। তবে যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের আইনি ব্যাপারে দল হস্তক্ষেপ করবে না বলেও জানান সুব্রত চ্যাটার্জি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan