Breaking News
Home / TRENDING / মণিশঙ্কর ‘মাতাল, দুর্মুখ’ বললেন অমর, বিজেপি যোগের অঙ্ক? উঠল প্রশ্ন

মণিশঙ্কর ‘মাতাল, দুর্মুখ’ বললেন অমর, বিজেপি যোগের অঙ্ক? উঠল প্রশ্ন

 

দেবক বন্দ্যোপাধ্যায় : 

 

প্রধানমন্ত্রীকে ‘নীচ আদমি’ বলে ইতিমধ্যেই কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছেন মণিশঙ্কর আইয়ার। তার ওপর একটি সর্বভারতীয় খবরের চ্যানেলের প্রতিনিধির সঙ্গে ‘দুর্ব্যবহার’ করে গোদের ওপর বিষ ফোঁড়ার মত বিতর্ক আরও বাড়িয়েছেন এক সময়ের ১০ জনপথ ঘনিষ্ঠ মণিশঙ্কর। যদিও তিনি তাঁর সাফাইতে বলেছেন, তাঁর হিন্দি জ্ঞানে খামতি থাকার জন্যই এমন কাণ্ড ঘটেছে। তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করতে চাননি। সে যাই হোক, এই সবকিছুর মধ্যেই এবার এবার ঢুকে পড়লেন সর্বভারতীয় রাজনীতিতে বহু বার বহু রকম চমক দেখানো রাজনীতিক অমর সিংহ।

শুক্রবার অমর বলেন, “মণিশঙ্কর অনেককেই অনেক সময় অপমান করেছেন। সেই তালিকায় জয়ললিতাও আছেন, আছেন উমা ভারতীও।” এমনকি তিনি নিজেও যে মণিশঙ্করের কুকথার শিকার, সে কথাও এদিন বলেন অমর। জানান প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ভাই সুরজকুমার গুজরালের বাড়িতে তাঁকে অপমান করেছিলেন মণিশঙ্কর। এদিন তিনি বলেন, “সুরজজীর বাড়ির পার্টিতে মদে চুর হয়ে আমায় যা নয় তাই বলেছিলেন মণিশঙ্কর। আমিও কড়া জবাব দিয়েছিলাম। সেই ঝগড়া এখনও বিখ্যাত হয়ে আছে।”

অমরের এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে অন্য অঙ্ক কষা শুরু হয়েছে। সমাজবাদী পার্টিতে অনেকদিন ধরেই ছাড়ে ছাড়ো ভাব নিয়ে রয়েছেন অমর। তাঁর ঘনিষ্ঠমহল অন্তত এমনটাই বলে। দলে পিতা-পুত্রের গণ্ডগোলে পিতার (মুলায়ম) পক্ষে থাকা এবং পুত্র (অখিলেশ) কতৃক ‘অপমানিত’ হওয়া অমর সিংহ বিজেপির দিকে এক পা বাড়িয়ে আছেন বলেই রাজনৈতিক মহলের অনেকের ধারণা। এমনিতে উত্তরপ্রদেশে ভোটার সংখ্যার  নয় শতাংশ ঠাকুর সম্প্রদায়। আর এই ঠাকুররা অমরের অনুগামী এবং গত বিধানসভা নির্বাচন থেকেই তাঁরা ঢলে রয়েছেন বিজেপির দিকে। ফলে, বাস্তব রাজনীতির কারণেই অমরের পক্ষে বিজেপিতে যোগ দেওয়া প্রত্যাশিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শুক্রবার, মণিশঙ্করের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কুকথা বলার অভিযোগ এনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সময়োচিত বার্তা দিলেন বলেই মনে করছে অমর সিংহের ঘনিষ্ঠ মহল।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *