ঈষানিকা ভোরাই
“আগামী তিন-চার মাসের মধ্যেই হবে পঞ্চায়েত নির্বাচন; তাই বাকি কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন”- এভাবেই তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকেই পঞ্চায়েত ভোটের বার্তা দিলেন তৃণমূলনেত্রী। মমতার কথায় কাজের জোরেই পঞ্চায়েত ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ফলে সেই কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। বরদাস্ত করা হবে না কোনরকম গোষ্ঠীদ্বন্দ্বও। একেবারে চাঁচাছোলা ভাষায় নাম করেই তিনি সতর্ক করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, গোবিন্দ নস্কর দের। সাম্প্রতিক সময়ে ক্যানিং বাসন্তী এলাকায় তৃণমূলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হতে হয়েছে এক স্কুলছাত্রকে। সম্ভবত সেদিকেই ইঙ্গিত ছিল তৃণমূল নেত্রীর। এদিকে ইতিমধ্যেই জেলায় জেলায় পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া নিয়ে তদবির শুরু হয়ে গেছে। তৃণমূল নেত্রী খুব ভালো করে জানেন যারা প্রার্থী হতে পারবে না তাদের জন্য দরজা খুলে রেখেছে বিজেপি। ফলে যোগ্য ব্যক্তি যেন দলের টিকিট পাওয়া থেকে বাদ না যায় সেটাও মাথায় রাখতে হচ্ছে। তাই মমতার সতর্কবার্তা, ‘পুরনো কর্মীরা যেন বঞ্চিত না হয় সেটা দেখতে হবে’। পঞ্চায়েত ভোটে যে তিনি ব্লক সভাপতিদের বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা ।পাশাপাশি জেলা সভাপতি ও জেলা পর্যবেক্ষকদের উপরও ন্যস্ত করেছেন অধিক দায়িত্ব। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে বাম বা কংগ্রেসের গুরুত্ব ততটা না থাকলেও তৃণমূলের চিন্তা বাড়িয়ে প্রায় প্রতিদিনই সরকার বিরোধী কোনও না কোনও কর্মসূচি নিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে রেখেছে রাজ্য বিজেপি। ফলে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন মিটিং-মিছিলের নিদানও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এফআরডিআই থেকে মূল্যবৃদ্ধি, মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা বা রাজ্যের রেল প্রজেক্ট নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামার নির্দেশেই পরিষ্কার; বিজেপি-কেই মূল প্রতিপক্ষ ধরে নিয়ে ঘুঁটি সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেস। দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan