ওয়েব ডেস্ক:
এনডিএর সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে কি শিবসেনা! এখনও স্পষ্ট নয়। তবে সোমবার সকালে কেন্দ্রীয় ভারীশিল্প মন্ত্রী তথা শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের ইস্তফা জল্পনা বাড়িয়ে দিল। এদিন অরবিন্দ সাওয়ান্ত নিজেই টুইট করে ইস্তফার কথা জানান। বলেন, সত্যের সঙ্গে আছে শিবসেনা। রাজ্যের এমন পরিস্থিতিতে দিল্লিতে সরকারে থাকার অর্থ হয় না। সে কারণেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছি।
প্রসঙ্গত, রবিবার শিবসেনার কাছে মহারাষ্ট্রের রাজ্যপাল জানতে চেয়েছেন তারা সরকার গড়তে চায় কিনা। বিজেপি সরকার গঠন না করার কথা ঘোষণা করার পরেই রাজ্যপাল শিবসেনাকে প্রস্তাব দেয়। অন্যদিকে সরকার গঠন করতে হলে যাদের নিয়ে তা গড়তে হবে সেই এনসিপি একটি শর্ত চাপিয়েছে বাল ঠাকরের দলের উপর। তাদের দাবি, এনডিএ ছাড়লে তবেই শিবসেনাকে সরকার গঠনে সমর্থন করা হবে। ওই ঘোষণার পরেই সাওয়ান্তের ইস্তফা ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।
এমত অবস্থায় জানা গিয়েছে যে, সোমবারই সরকার গঠনের পদক্ষেপ নিতে চলেছে শিবসেনা। সূত্রের খবর, এই বিষয়ে সেনাপ্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পাওয়ারের ফোনে কথাও হয়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news