চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ সারা বিশ্বে ইউরোপীয় ফুটবলের ভীষণ ক্রেজ রয়েছে। এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা তাঁদের প্রিয় সুপারস্টারের জন্য পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারেন। লিওনেল মেসির তেমনই এক ভক্তের যার নাম সুজি কর্টেজ। মিস বাম বাম নামেও পরিচিত সুজির পৌঁছে গিয়েছেন চিনে! আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চিন সফরের জন্য আলোচনায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি চিনে পৌঁছনোর পর পাসপোর্ট সমস্যায় বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। যা নিয়ে ব্যপক হইচই হয়েছিল।বেজিংয়ে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ দেখতে চিন পৌঁছে যান মেসির ভক্তরাও। তাঁদের মধ্যে একজন হলেন প্রাক্তন মিস বাম বাম, সুজি কর্টেজ। যিনি নিজেকে মেসির সবচেয়ে বড় অনুরাগী বলে দাবি করেন।সুজি কর্টেজ একজন ব্রাজিলিয়ান মডেল। মিস বাম বাম খেতাব জিতেছিলেন তিনি। মেসি যেখানে যান সুজিও পিছু পিছু সেখানেই পৌঁছে যান।সুজির শরীরে মেসির ৭টি ছোট বড় ট্যাটু রয়েছে। তাঁর গোপনাঙ্গে মেসির মুখের একটি ট্যাটু রয়েছে।কাতার বিশ্বকাপের সময় সুজি শিরোনামে ছিলেন। ব্রাজিলের মানুষ হলেও শুধুমাত্র মেসির জন্য আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছেন।শোনা যায়, মেসিকে নিজের ব্যক্তিগত কিছু ছবি পাঠিয়ে বসেছিলেন সুজি। এরপর মেসি তাঁকে ব্লক করে দেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। এরপর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।ম্যাচে কেরিয়ারের দ্রুততম গোল করে রেকর্ড গড়েছেন মেসি। সময় লেগেছে মাত্র ৭৯ সেকেন্ড।
Tags #Argentina #football #messi
Check Also
চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক
ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …
আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ
জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …