Breaking News
Home / TRENDING / করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, দায়ী কার এই মৃতুমিছিলের ?

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, দায়ী কার এই মৃতুমিছিলের ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

গতকাল সন্ধে ৬.৩০ নাগাদ যশবন্তপুর হামসফর এক্সপ্রেসকে ধাক্কা মেরে মালগাড়ির উপর শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগ বাজারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৩৮ জন। নিহত এবং আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনাস্থলে রাজ্যের প্রতিনিধিদল ।দুর্ঘটনার দিকে কড়া নজর নবান্নর, আজ বালেশ্বরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডুমুরজলা থেকে কপ্টারে করে যান তিনি।

ভয়াবহক দুর্ঘটনার জেরে বাতিল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান। দুর্ঘটনার খবর পেয়েই বালেশ্বরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফকির মোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি থাকা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেন তিনি।

দুর্ঘটনার জেরে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহতদের দেখতে বালেশ্বর জেলা হাসপাতালে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

দুর্ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহেল।

ঘটনায় দুঃখপ্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি।

ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্ধারকারী দলের সঙ্গে কথা কেন্দ্রীয় রেলমন্ত্রীর।


তিনি জানান, প্রযুক্তিগত কারণ নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে তা তদন্ত করে দেখা হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বর্তমানে উদ্ধারকাজ এবং ত্রাণই প্রাধান্য।

ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বালেশ্বরে দু্র্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটকের হাসপাতালেও যাবেন তিনি।

দুর্ঘটনায় দুঃখপ্রকাশ বিরাট কোহলির।

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করলেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *