নিজস্ব সংবাদদাতা
আফজল গুরু এবং মকবুল ভাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামলা চালাতে পারে জৈশ- এ- মহম্মদ জঙ্গী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এই খবর আসার পরই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি তিহার জেলের ভিতরেই ফাঁসি দেওয়া হয় আফফজল গুরুকে। সেখানেই তাঁকে কবরও দেওয়া হয়। তাঁর এবং জেকেএলএফ নেতা মকবুল ভাটের দেহাবশেষ তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছে জেকেএলএফ সদস্যরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan