নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানে পাশতুনদের ওপর হওয়া হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসলামাবাদ প্রেস ক্লাবের সামনে ধর্ণায় বসলেন কয়েক হাজার পাশতুন। প্রেস ক্লাবের সামনে বসে “আজাদি” স্লোগান দেয় তাঁরা। ১৩ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত মাসুদ নাকিবের মৃত্যুর প্রতিবাদে ওয়াজিরিস্তান থেকে মিছিল
করে কয়েক হাজার যুবক। বালোচ প্রদেশ থেকেও মিছিলে যোগ দেয় দশ হাজার পাশতুন। গত কয়েক বছর ধরে পাশতুনদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে। পাশতুনদের ক্ষেতে সেনারা ল্যান্ডমাইন পেতে রাখছে বলেও অভিযোগ তাঁদের। এবিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপেরও দাবি করেন বিক্ষোভরত পাশতুনরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan