নিজস্ব সংবাদদাতা :
এবার নতুন ভেনুতে আইএসএল। ওড়িশাতে হবে আইএসএল। খেলা হবে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। কারা খেলবে? দ্বিতীয় ‘হোম গ্রাউন্ড’ হিসেবে নিয়েছে মেহতাব, সৌভিক ঘোষ, সৌভিক চক্রবর্তীদের, অসীম বিশ্বাসদের জামশেদপুর এফসি। ১০ ও ২৫ তারিখের ম্যাচ দুটো জামশেদপুর খেলবে কলিঙ্গ স্টেডিয়ামে। আইএসএল–কে ঘিরে ওড়িশাতে হাইপ ওঠে কিনা এখন সেটাই দেখার। মেহতাবদের খেলা দেখতে জামশেদপুরে ভালই ভিড় হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কোনও বিমানবন্দর নেই। তাই অ্যাওয়ে টিম সমস্যায় পড়ছে। তাই দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে কলঙ্গি স্টেডিয়াম বেছে নিল জামশেদপুর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan