Breaking News
Home / TRENDING / Love Biye Aaj Kal সিরিয়ালে,আচমকা প্রধান নায়িকা বদল

Love Biye Aaj Kal সিরিয়ালে,আচমকা প্রধান নায়িকা বদল

চ্যানেল হিন্দুস্তান, সুচরিতা সেন

আগে একটা সিরিয়াল বছরের পর বছর চলত। পর্দার চরিত্ররা হয়ে উঠত পরিবারের এক জন। কিন্তু এখন বছরে নয়, মাস কয়েকের মধ্যে শেষ হয়ে যায় সিরিয়াল। রোজ সন্ধ্যেবেলায় সিরিয়ালের চরিত্রগুলো হয়ে ওঠে সকলের বৈঠকখানার সদস্য। সেই সব চরিত্রের অভিনয় মানুষের মনে এমন ভাবে জায়গা করে নেয় যাতে তারা হয়ে ওঠে আমাদেরই ঘরের লোক।

গত ২৮শে আগস্ট স্টার জলসায় পর্দায় মুক্তি পেয়েছিল লাভ দিয়ে আজকাল। যেখানে ওমকার ঘোষের চরিত্রে দেখা যায় টলিউডের জনপ্রিয় করিওগ্রাফার ও অভিনেতা ওম সাহানিকে এবং শ্রাবণ চরিত্রে ছিলেন নবাগত অভিনেত্রী মৌমিতা সরকার।

সিরিয়ালের প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি মৌমিতা, তার এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানায় দর্শকরা। তাই এইবার শ্রাবণের চরিত্রে মৌমিতার বদলে দেখা যাবে অন্য এক অভিনেত্রী কে, যিনি এর আগেও স্টার জলসায় তিনটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে গিয়েছে।

লাভ বিয়ে আজ কাল ধারাবাহিকে আজ থেকে শুটিং শুরু করলেন অভিনেত্রী তৃণা সাহা। এবার থেকে শ্রাবণ এর ভূমিকায় দেখা যাবে তৃণা কে। টিআরপির দৌড়ে মাঝপথে শেষ হয়ে যায় বালি ঝড়, তারপরে অন্য সিরিয়ালে দেখা যায়নি তৃণা সাহা কে। এবার দেখার পালা শ্রাবণের চরিত্রে ত্রিনাকে কতটা আপন করে নিতে পারে দর্শক।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *