মধুমন্তী :
প্রাক্তনের ইমন বর্তমানে কী করছেন জানেন? শ্রাবণী সেন, সৌমজিত-সৌরেন্দ্রদের মতো এবার ইমনও দল বেঁধে, যাকে বলে কোলাবোরেশনে আশা অডিও থেকে বাজারে আনছেন তাঁর নতুন অ্যালবাম। অ্যলবামের নাম ‘সেতু’। সেতুর হার্ড কপি অগাস্টের বাজারে আসছে। তবে ইতিমধ্যেই ইমনের গলার নেশায় পেয়েছে যাঁদের তাঁদের মন খারাপের কোনও কারন নেই। কবির জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে অ্যালবামের একটি কোলাবোরেশন। ইমন এবং রূপঙ্করের গাওয়া এই গানকে ভাইরাল করতে সঙ্গীত রসিকরা কতটা সময় নেন তা নিয়ে আগ্রহ রয়েছে গানে মজে থাকা বাঙালীর। মুলত ইমনের ভাবনায় এবং প্রত্যুষ বন্ধ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় তৈরি এই অ্যালবাম। ‘সেতু’তে ইমনের সঙ্গে সুরে সুরে নিজেদের বেঁধেছেন এই প্রজন্মের তিন শিল্পী লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি এবং রাঘব চট্টোপাধ্যায়। সবমিলিয়ে এই অ্যালবামে থাকছে মোট পাঁচটি গান। তিনটি গান কোলাবোরেশনে হলেও দুটি গান থাকছে ইমনের কন্ঠে। সেতু’তে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন ইমন। আগামী কয়েকমাসে বাকি গানগুলি একটি একটি করে মুক্তি পাবে।
এ পর্যন্ত এই নতুন প্রয়াস নিয়ে বেশ আশাবাদী ইমন। লালন আর রবীন্দ্রনাথ কিভাবে মিলে মিশে গেছেন ইমন আর রূপঙ্করের কোলাবোরেশনে তা শুনতে ক্লিক করুন নিজের ভিডিওতে।
https://www.youtube.com/watch?v=iAUMjtVST2Q