Breaking News
Home / TRENDING / সহশিল্পীদের নিয়ে সেতু বাঁধছেন ইমন

সহশিল্পীদের নিয়ে সেতু বাঁধছেন ইমন

মধুমন্তী  :

প্রাক্তনের ইমন বর্তমানে কী করছেন জানেন? শ্রাবণী সেন, সৌমজিত-সৌরেন্দ্রদের মতো এবার ইমনও দল বেঁধে, যাকে বলে কোলাবোরেশনে আশা অডিও থেকে বাজারে আনছেন তাঁর নতুন অ্যালবাম। অ্যলবামের নাম ‘সেতু’। সেতুর হার্ড কপি অগাস্টের বাজারে আসছে। তবে ইতিমধ্যেই ইমনের গলার নেশায় পেয়েছে যাঁদের তাঁদের মন খারাপের কোনও কারন নেই। কবির জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে অ্যালবামের একটি কোলাবোরেশন। ইমন এবং রূপঙ্করের গাওয়া এই গানকে ভাইরাল করতে সঙ্গীত রসিকরা কতটা সময় নেন তা নিয়ে আগ্রহ রয়েছে গানে মজে থাকা বাঙালীর। মুলত ইমনের ভাবনায় এবং প্রত্যুষ বন্ধ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় তৈরি এই অ্যালবাম। ‘সেতু’তে ইমনের সঙ্গে সুরে সুরে নিজেদের বেঁধেছেন এই প্রজন্মের তিন শিল্পী লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি এবং রাঘব চট্টোপাধ্যায়। সবমিলিয়ে এই অ্যালবামে থাকছে মোট পাঁচটি গান। তিনটি গান কোলাবোরেশনে হলেও দুটি গান থাকছে ইমনের কন্ঠে। সেতু’তে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন ইমন। আগামী কয়েকমাসে বাকি গানগুলি একটি একটি করে মুক্তি পাবে।

এ পর্যন্ত এই নতুন প্রয়াস নিয়ে বেশ আশাবাদী ইমন। লালন আর রবীন্দ্রনাথ কিভাবে মিলে মিশে গেছেন ইমন আর রূপঙ্করের কোলাবোরেশনে তা শুনতে ক্লিক করুন নিজের ভিডিওতে।

 

https://www.youtube.com/watch?v=iAUMjtVST2Q

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *