নীল বণিক
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে মুসলিমদের কোনও জায়গা আছে? উত্তর আছে। প্রবল ভাবেই আছে। কিন্তু সমস্যা হল এ দেশের সংবাদমাধ্যমে সঙ্ঘ নিয়ে আলোচনা হয় ঢের তবু দেশের মানুষের কাছে সঙ্ঘ সম্পর্কে তথ্য নেই বললেই চলে। যা আছে তা হল, সঙ্ঘ মুসলিম বিরোধী, দাঙ্গাবাজ ইত্যাদি।
এই ভাবেই আক্ষেপ করছিলেন সঙ্ঘের একজন প্রবীন নেতা। তবে এবার আর আক্ষেপ নয়। এবার ‘মিথ্যা প্রচারের’ বিরুদ্ধে রীতিমত সম্মুখ সমরে নামতে চলেছে আরএসএস।
তাদের সম্পর্কে সংখ্যালঘুদের এলার্জি দুর করতে আসরে নামছেন সংগঠনের কর্তারা। এ রাজ্য সহ সারা দেশেই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাঁরা বিভিন্ন মসজিদ, দরগাতে হাজির হবেন বলে সঙ্ঘ সূত্রের খবর। সংগঠনের দিল্লির কর্তারা মনে করেন কংগ্রেস সহ বিরোধীরা সংখ্যালঘু মানুষের কাছে সংঘ পরিবার সম্পর্কে এতদিন ভুল তথ্য দিয়ে এসেছেন। সংখ্যালঘুদের মধ্যে নিজেদের সংগঠনের বক্তব্য তুলে ধরতেই এবার তাঁরা হাজির হবেন মসজিদগুলিতে। এর জন্য সঙ্ঘ পরিবার থেকে সঙ্ঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আহ্বায়ক মহম্মদ আফজলকে নিয়ে একটি বিশেষ দল গঠন করেছেন তাঁরা। প্রথমেই সঙ্ঘের কর্তাদের টার্গেট পশ্চিমবঙ্গ, গুজরাত ও মধ্যপ্রদেশ। সংগঠন সূত্রের খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সঙ্ঘের একটি দল কলকাতা থেকে এই কর্মসূচি শুরু করবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan