চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
Mukul Ray কে ঘুরিয়ে মিথ্যাবাদী বললেন Dilip Ghosh…
এমন ঘটনার সাক্ষী রইলো bjp এর হেস্টিংসের রাজ্য দফতর।
সাংবাদিক বৈঠকে জনৈক সাংবাদিক বিজেপির রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করেন, মুকুল রায় বলেছেন এদিনের বৈঠকের খবর তাঁর কাছে ছিল না। তাঁকে এই বিষয়ে কেউ কিছুই জানায় নি। এই বিষয়ে আপনার কী মত?
দিলীপ ঘোষ ঝটিতি উত্তর দেন, মুকুল রায় কে এই সভার খবর দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন যে তিনি পারলে আসবেন।
দিলীপের বক্তব্যে কারও বুঝতে অসুবিধা হয় না যে রাজ্য সভাপতি দলের কেন্দ্রীয় সভাপতিকে ঠারেঠোরে মিথ্যাবাদী বলছেন।
এই বিষয়ে অবশ্য Mukul Ray এর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ফোন ধরেন নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news