চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
দীর্ঘ দিনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সানিপুত্র। গত ১৮ জুন মুম্বইয়ে ঘটা করে বিয়ে সেরেছেন সানি দেওলের পুত্র কর্ণ দেওল। বিয়ের পর্ব মিটতে না মিটতেই মধুচন্দ্রিমায় পাহাড়ে গিয়েছেন জুটিতে, সেখান থেকে একগুচ্ছ ছবিও দেন কর্ণ। কখনও পাহাড়ের উপত্যকায়, কখনও আবার ঝর্নার পাশে। এককথায়, প্রকৃতির বুকে একান্তে সময় কাটাচ্ছেন দেওল দম্পতি।

কিন্তু, চেনা ছকের বাইরে হেঁটেছেন কর্ণ-দৃশা। সাধারণত বিয়ে হোক কিংবা মধুচন্দ্রিমা, বলিতারকারা কথায় কথায় বিদেশ ছোটেন। সেই পথে না হেঁটে মধুচন্দ্রিমার জন্য বিদেশের কোনও বিলাসবহুল স্থান নয়, বরং তাঁরা রয়েছেন দেশের মধ্যেই। তাঁরা একান্তে ক’টা দিন কাটাতে হিমাচল প্রদেশের শৈলশহর মানালিকে বেছে নিয়েছেন। ঐতিহ্যবাহী শহরের বুকে কখনও ফায়ার প্লেসের সামনে পিৎজা খাচ্ছেন, কখনও আবার সূর্যোদয় উপভোগ করছেন।
কর্ণের স্ত্রী দৃশা পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। বাঙালি পুত্রবধূকে স্বাগত জানিয়েছে গোটা দেওল পরিবার। ছেলের বিয়ের পর নবদম্পতির ছবি পোস্ট করে শ্বশুর সানি লেখেন, ‘‘আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার দুই সন্তানের ঈশ্বর মঙ্গল করুন। ভাল থেকো। বাবা হিসেবে আজ খুশি।’’

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news