Breaking News
Home / TRENDING / দলিতদের মারাও সহজ, চোর বলাও সহজ, আর কতদিন?

দলিতদের মারাও সহজ, চোর বলাও সহজ, আর কতদিন?

মধুমন্তী  
তাঁদের ধরে নেওয়াই হয় নিম্নশ্রেনীর আওতায়। শুধু তাই নয়, তাঁদের মানুষ বলেও গন্য করেন না সমাজের তথাকথিত উচ্চবিত্ত শ্রেনীর শিক্ষিত ভদ্রজনেরা। বারবার সামনে আসে তাঁদের হেনস্থা হওয়ার ঘটনা, তবুও টনক নড়ে না সমাজের। প্রকাশ্যে আসে সোনি শরি, রোহিত ভেমুলারা। তাঁরা দলিত সম্প্রদায়ভুক্ত, শিক্ষিতসমাজে মেশার যোগ্যতা তাঁদের নাকি থাকে না! কারণ, একুশ শতকে দাঁড়িয়েও মনুষ্যত্বকে গৌণ করে আমরা যোগ্যতা বিচার করি জাতি বা সম্প্রদায় দিয়ে। তাই হয়ত, কোথাও দলিতদের উলঙ্গ করে রাস্তায় খোলা আকাশের নিচে জনসমক্ষে দাঁড় করিয়ে দেওয়া সহজ, কোথাও ১৪ থেকে ১৬ বছরের দলিতকে অপরাধ করার অভিযোগে নির্দ্বিধায় তাঁর স্তন এবং হাতে ইলেকট্রিক শক দেয় ছত্তিসগড়ের পুলিশ, কোথাও উচ্চবিত্তের ছায়া মাড়ালে দলিতকে মারতে মারতে মাটিতে মিশিয়ে ফেলা যায়, কোথাও সোনি শরির মতো দলিত মহিলার যৌনাঙ্গে অবলীলায় ঢুকিয়ে দেওয়া যায় পাথর তো কোথাও শিক্ষাক্ষেত্রে হেনস্থা হয়ে আত্মহত্যার পথ বেছে নেন মেধাবী রোহিতরা। অবিরাম ঘটে চলা এমন মোটা দাগের সাধারণ ঘটনা, কিন্তু পরস্থিতি সূক্ষ্ম!
সম্প্রতি মোবাইল ফোন চুরির অভিযোগে দুমকা জেলার এক আদিবাসী ছাত্রীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা এবং গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠেছে সাঁওতাল পরগনা উইমেন্স কলেজের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে চলতে থাকে।
এই ঘটনার কথা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রীর বাবা। শুধু তাই নয়, মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করার কথাও বলেন তিনি। দুমকা পুলিশ সুপার ময়ূর পটেল জানান, “মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।” তিনি এও জানান, “আমরা গোটা ঘটনাটা খতিয়ে দেখছি, দোষীরা শাস্তি পাবে।”
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস ঘটনা খতিয়ে দেখে তার যথাযথ ব্যবস্থা দ্রুত নিতে হবে বলে জানান।
অন্যদিকে ওই ছাত্রী জানান, “আমি সদ্য ৫০০ টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি, কলেজে যে মেয়েটির ফোন চুরি গেছে সে হঠাৎ আমার ফোনটি দেখে দাবি করতে থাকে এটাই তাঁর ফোন, এবং আমায় চোর অপবাদ দিতে থাকে। তারপর তাঁরা আমায় টেনেহিঁচড়ে ছাত্র পরিষদের মিটিং-এ নিয়ে যায় এবং ১৮ হাজার ৬০০ টাকা দিতে বলে।”
সুতরাং এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা যে নয় তা স্পষ্ট। এরও পরে হয়ত প্রতিবাদে উত্তাল হয়ে পথে নামবে মানুষ। তারপর আরও একটি নতুন বিষয় সামনে এসে পড়বে। তবুও বিষয় থেকে বিষয়ান্তরের মোড়ে হারিয়ে যায় এক-একটা ঘটনা।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *