বিশেষ সংবাদদাতা
বামপন্থী ঋতব্রত নাকি শ্রীরামপন্থী হবেন, এই চর্চা বাতাসে ভাসছে। তার আগেই আর এক বামপন্থী রাজ্যের প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন এই মাসের ১৩ তারিখে।
আরএসপি-র মনোজ আরন ২০১৪ সালে দশরথ তিরকের মৃত্যুর পর উপর্নিবাচনে জিতে রাজ্য বিধানসভার সদস্য হয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জেমস কুজুরুর কাছে তিনি পরাজিত হন। বেশ কিছুদিন ধরে বিজেপির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে, তাঁর দলের লোকাল কমিটি তাঁকে বহিষ্কার করার সুপারিশ করে জেলা ও জোনাল কমিটিকে চিঠি পাঠায়। শেষপর্যন্ত রাজ্য কমিটি তাঁদের এই সিদ্ধান্তকে শিলমোহর দিয়েছে বলে খবর। জানা গেছে আলিপুরদুয়ারের কুমারগ্রামের প্রাক্তন বিধায়াক আগামি ১৩ই নভেম্বর বিজেপিতে যোগ দিতে চলেছেন। কামাক্ষ্যাগুড়িতে বিজেপির জনসভায় দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিতে চলেছেন মনোজ ৩৭ বছরের আরন।
আরনের বিজেপিতে যোগদান নিয়ে আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপাতি গঙ্গাপ্রাসাদ শর্মাও সম্মতি জানিয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan