নিজস্ব সংবাদদাতা
স্বাধীনতার ৭০ বছর পর মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা গেল। আরব সাগরের মধ্যে দিয়ে ৭.৫ কিমি লম্বা কেবেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাবে এলিফ্যান্টার কাছের গ্রামগুলিতে। এই প্রথম আরব সাগরের মধ্যে দিয়ে এভাবে বিদ্যুৎ পৌঁছনোর ব্যবস্থা করা হল বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উর্জামন্ত্রী চন্দ্রশেখর বাওয়াকুলে। এই উদ্যোগের পর হেরিটেজ স্থল এলিফ্যান্টায় পর্যটন আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan