ওয়েব ডেস্ক :
নারদা কাণ্ডে নোটিশ দেওয়ার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের মধ্যমগ্রামের বাড়িতে কথা বলতে গেল সিবিআই। আজ দুপুরে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকরিকদের একটি দল মধ্যমগ্রামে কাকলি ঘোষদস্তিদারের বাড়িতে আসেন। সেখানেই তাঁকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার নারদা কাণ্ডের তদন্তের জন্য কাকলিকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তাঁকে দেখা করতে বলা হয়েছিল সিবিআইয়ের দফতরে। কিন্তু সমস্যার কারণ দেখিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না। তবে কিছুদিন পর নিশ্চয় দেখা করবেন তিনি। এই উত্তর পেয়ে বৃহস্পতিবার রাতেই সিবিআইয়ের তরফ থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তখন তিন সরাসরি সিবিআইকে জানিয়ে দেন যে যদি জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী হয় সিবিআই তাহলে তদন্তকারী সংস্থা তাঁর মধ্যমগ্রামের বাড়িতেই আসতে পারেন। দু পক্ষের কথা মতই কাজ হয়েছে বলে দাবি সিবাইয়ের।
অন্যদিকে সিবিআইয়ের তাড়া দেখে বিভিন্ন মহলের প্রশ্ন এত তাড়া কেন সিবিআইয়ের? তাহলে অন্যদের ক্ষেত্রে এত তাড়াহুড়ো দেখানো হল না কেন?
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সুব্রতবাবু তাঁর আইনজীবীকে পাঠিয়ে ২১ জুলাইয়ের পর সময় চেয়ে নিয়েছেন। সাংসদ সৌগত রায়কেও ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনিও প্রাথমিক ভাবে এড়িয়ে গেছেন সিবিআইয়ের জেরা।
নারদা কাণ্ডে এদিন মহামেডান স্পোর্টিং ক্লাবকেও নোটিশ পাঠালো সিবিআই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন