নিজস্ব সংবাদদাতা
কিষান মোর্চার পর এবার মহামোর্চার ডাক দিল লিঙ্গায়ত সম্প্রদায়। লিঙ্গায়ত সম্প্রদায়কে পৃথক ধর্ম হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং লিঙ্গায়তদের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতির দাবিতে এই মহামোর্চার ডাক দেওয়া হয়েছে। লিঙ্গায়ত কো-ওর্ডিনেশন কমিটির সম্পাদক অবিনাশ ভোসিকর জানিয়েছেন, তাঁদের স্বীকৃতির দাবিতে মহারাষ্ট্র সরকারের কাছে চিঠি পাঠাবেন তাঁরা। মরাঠওয়াড়া থেকে ১০৩ বছরের মহারাজ শীবলিঙ্গ শিবাচার্য মহারাজের নেতৃত্বে ৪৮টি লিঙ্গায়ত সংস্থার ১০ লক্ষ সমর্থক এই মহামোর্চায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। নান্দেড়, ওসমানাবাদ, লাতুর, সোলাপুর থেকে লিঙ্গায়ত মহামোর্চার জমায়েত শুরু হবে। প্রসঙ্গত,পৃথক ধর্ম হিসেবে স্বীকৃতির দাবিতে লিঙ্গায়ত সম্প্রদায় এর আগেও মিছিল করেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan