ওয়েব ডেস্ক:
ফের ট্রেনে আগুন। পুড়ে ছাই হয়ে গেলো একটি কামরা। তবে কেউ হতাহত হয়নি। কারণ ওই কামরায় লোক ছিল না। উল্লেখ্য, একই দিনে ট্রেনে অগ্নিকাণ্ডের দুটি ঘটনা ঘটল। ওড়িশার পুরী স্টেশনের পর এবার সাঁতরাগাছি স্টেশনে।
শুক্রবার গভীর রাতে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের একটি খালি কামরায় আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয় কামরাটি। রেল সূত্রে খবর, রাতে দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের ওই কামরায় আচমকাই আগুন লেগে যায়। এরপর ট্রেনের বাকি অংশটি থেকে কোনওরকমে সেটিকে আলাদা করা হয়। আগুন নেভাতে তৎপর হন রেল কর্মীরা। পরে দমকলের তিনটি ইঞ্জিন আসে। এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় যেমন হতাহতের খবর নেই, তেমনি রেল পরিষেবাতেও প্রভাব পড়েনি।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল।