ওয়েব ডেস্ক:
পুলিশ সহায়তা বুথ করলেন বাঁকুড়া জেলা পুলিশ। গ্রামীণ এলাকায় এই প্রথম কোনও পুলিশ সহায়তা বুথ হল। বুথের প্রধান কাজ হবে গ্রামের মানুষের আইনশৃঙ্খলা দেখাশোনা করা। গ্রামের মানুষের এ ব্যাপারে অভাবঅভিযোগ শোনা। বাঁকুড়ার তুরু বাঁধ, দুন্দুরিয়া, রামপুর, বিক্রমপুর, ফতেপুর, ধরমপুর, দারাপুর, বলরামপুর, ভারা প্রভৃতি গ্রামে করা হয়েছে এমন বুথ।