নিজস্ব সংবাদদাতা :
লজ্জা! সত্যিই এটা লজ্জার!
বেঙ্গালুরু–র স্ট্রাইকার সুনীল ছেত্রীর টুর্নামেন্টে গোলের সংখ্যার থেকে এটিকে–র গোলসংখ্যা কম! সুনীল ছেত্রী করেছেন ৯ গোল। এটিকে–র গোল সংখ্যা ৮। এবারে এটিকে–র কপাল ভাল যায়নি। চোট–আঘাত ভুগিয়েছে। প্লে–অফে যাওয়ার হাল ছেড়েছেন কোচ থেকে ফুটবলাররা। তা হলে বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যুবভারতীতে মুখোমুখি হওয়ার আগে দলের মোটিভেশন কী? এটিকে কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, পরের মরশুমের নিজেদের নতুন দলে যাওয়ার কথা ভেবে খেলবে।
অন্যদিকে, শেষ দুটো ম্যাচ জিতে দুরন্ত ছন্দে কেরালা। তাদের প্লে–অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে। কোচ ডেভিড জেমস বলছেন, ‘এটিকে–কে হারানোর এটাই বেস্ট সময়।’ চোটের জন্য আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন রবি কিন। কেরালা স্বীকার করছে, রবির না থাকা একটু হলেও অ্যাডভান্টেজ। বুধবার প্র্যাকটিসে চোট পেলেন জেকুইনহা। চোটের জন্য নেই প্রবীর দাসও। গোটা মরশুমে চোট–আঘাত মাঠে মেরে দিল এটিকে–কে। দলের অন্দরে বিদেশি ফিজিও–স্যামুয়েল নোয়েরকে নিয়ে অল্পবিস্তর ক্ষোভ রয়েছে। অন্দরের খবর, ফিজিও–কে সবারই অপছন্দ। বিপক্ষ দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান কার্ড সমস্যায় নেই। অনিশ্চিত ইয়ান হিউমও। তিনি দলের সঙ্গে কলকাতায় এসেছেন। এই কেরালা–র বিরুদ্ধে এটিকে–র রেকর্ড ভাল। চলতি মরশুমে অ্যাওয়ে ম্যাচ ড্র হয়েছিল। তবু বিপক্ষকে নিয়ে অ্যাশলে সমীহ করছেন, ‘ডেভিড জেমস আসার পর ওরা ঘুরে দঁাড়িয়েছে। টিম ফর্মে আছে ওদের। আগে কী হয়েছে মনে রেখে লাভ নেই। এটা নতুন ম্যাচ।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan