Breaking News
Home / TRENDING / গ্রেপ্তার হলেন আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি

গ্রেপ্তার হলেন আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমনে গ্রেপ্তার হলেন আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। ভোররাতে তার বারাকপুরের বাড়িতে তল্লাশি চালায় বড়তলা থানার পুলিশ, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই গ্রেপ্তারির কথা জানান তিনি।

শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ বিশাল পুলিশবাহিনী কৌস্তভ বাগচির বারাকপুরের বাড়িতে যায়। সেখানে পুলিশের সঙ্গে একপ্রস্থ বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। এরপর তার বাড়িতে চলে জোর তল্লাশি, শেষমেশ গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে তাকে বড়তলা থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১৫৩, ৩৫৪(এ), ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, দলীয় নেতার গ্রেপ্তারির খবর পাওয়ামাত্রই কংগ্রেস কর্মী-সমর্থকরা বড়তলা থানার সামনে ভিড় জমান, বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

কিন্তু ঠিক কী কারণে গ্রেপ্তারি করা হলো তাকে, কৌস্তভের দাবি, সাগরদিঘি উপনির্বাচনে হারের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাবও দেন কৌস্তভ। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয় বলেই দাবি কৌস্তভের। ছেলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেই দাবি কৌস্তভের বাবা কুশল বাগচির।

আইনজীবী তথা কংগ্রেস নেতার গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। পুলিশের প্রতি তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সিপিএম নেতা বিকাশরঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়াও প্রায় একইরকম। তার মতে, এ রাজ্যে যে কারও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নেই, তা স্পষ্ট। তৃণমূল সাংসদ শান্তনু সেন অবশ্য পুলিশের এই পদক্ষেপকে সমর্থন করেছেন এবং সঠিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন।

Spread the love

Check Also

রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সব লোকাল ট্রেন বাতিল ? দেখে নিন নতুন টাইমটেবিল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- রবিবার রাত ১২ টা থেকে থেকে রাত ১১ টা ৫৯ মিনিট …

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে মোদিকে তোপ বোন প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রা সোনিয়া পুত্র রাহুলের, খারিজ হয়ে গিয়েছে …

আধার কার্ডের সঙ্গে প্যানের যুক্তিকরণ শেষ ? জানেন আর কত দিন করতে পারবেন ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ডের যুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *