Breaking News
Home / TRENDING / ‘সর্বভারতীয়’ তকমা আর ব্যাবহার করতে পারবেন না তৃণমূল কংগ্রেস ?

‘সর্বভারতীয়’ তকমা আর ব্যাবহার করতে পারবেন না তৃণমূল কংগ্রেস ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

জাতীয় দলের তকমা পাওয়ার যোগ্যতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার দাবি, জাতীয় দলের তকমা পেতে হলে যে যে শর্ত মানতে হয়, তার কোনওটিই পালন করতে পারেনি এরাজ্যের শাসকদল। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন শুভেন্দু।

বিরোধী দলনেতার বক্তব্য, জাতীয় দলের (National Party) তকমা ধরে রাখার শর্ত পূরণ করতে পারেনি তৃণমূল। এটা দুর্নীতিগ্রস্ত একটি আঞ্চলিক দল, তাই এদের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া হোক। জাতীয় দল হতে গেলে যে শর্তগুলি পূরণ করতে হয় সেগুলিও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা।

কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, জাতীয় দল হতে গেলে দেশের মোট লোকসভা আসনের ২ শতাংশ পেতে হয় ৩ রাজ্য থেকে। কিন্তু তৃণমূলের বাংলার বাইরে কোনও লোকসভা সাংসদ নেই।

শুভেন্দুর দাবি অনুযায়ী, জাতীয় দল হতে গেলে অন্তত চারটি আলাদা আলাদা রাজ্য থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে অন্তত ৬ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। যেটা তৃণমূল পায়নি। জাতীয় দল হওয়ার আরেকটা উপায় আছে। সেটা হল চারটি রাজ্যে আঞ্চলিক দলের স্বীকৃতি পাওয়া। সেটার জন্যও অন্তত চার রাজ্যে ন্যূনতম ২ জন করে বিধায়ক বা ৬ শতাংশ ভোট পেতে হয়। সেটাও নেই তৃণমূলের (TMC)। উদাহরণ হিসাবে গোয়া, মেঘালয় এবং ত্রিপুরায় তৃণমূলের ফলাফল তুলে ধরেছেন বিরোধী দলনেতা।

যদিও শুভেন্দুর এই অভিযোগকে বিশেষ পাত্তা দিচ্ছে না তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন বলছেন, বড় বড় কথা বলাটা শুভেন্দুর স্বভাব। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলার মাটিতে আগামী দিনে আরও শক্তিশালী হবে তৃণমূল। সেই সঙ্গে গোয়া, ত্রিপুরা, মেঘালয় এবং অসমেও আগামী দিনে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে ঘাসফুল শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *