নিজস্ব সংবাদদাতা
আধার নম্বরকে বিভিন্ন সেবা এবং প্রকল্পগুলির সাথে যুক্ত করার সময়সীমা ৩১শে মার্চ পর্যন্ত করা হচ্ছে। আজ কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেল কে.কে. ভেনুগোপাল সুপ্রিম কোর্টকে একথা জানান। একই সাথে তিনি একথাও জানান যে মোবাইল নম্বরের সাথে আধার যুক্ত করার কাজ ৬ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়টির উপর শুনানি হবে বলে জানাগেছে। গত ২৫শে অক্টোবর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যাদের আধার কার্ড এখনও তৈরী হয়নি তাদের জন্যে নির্ধারিত সময়সীমা ৩১শে ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। সরকারি যোজনা সমেত নানা পরিষেবার সঙ্গে আধার নম্বর যুক্ত করার এই সময়সীমা প্রথমে ৩১শে আগস্ট পর্যন্ত করা হলেও পরে তা ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়, এবং এখন আবার সেই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত করার কথা ভাবছে কেন্দ্র।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan