নীল বণিক:
প্রেসিডেন্সি কাণ্ডে মৌন প্রতিবাদ এবিভিপির সদস্যদের।
মঙ্গলবার গান্ধীমূর্তির পাদদেশে এবিভিপির সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাল। এবিভিপির কলকাতা জেলা কমিটির সাধারন সম্পাদক অরবিন্দ দত্ত জানান, সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একদল বামপন্থী ছাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি লাগিয়েছেন। এইসব বামপন্থী ছাত্রছাত্রীরা দেশদ্রোহিতার কাজ করেছেন বলে জানান তিনি। এইসব নকশালপন্থী ছাত্রদের বিরুদ্ধে কলকাতা পুলিশের দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে জানান অরবিন্দ। তবে শুধু পুলিশি শাস্তি এইসব ছাত্রদের জন্য যথেষ্ট নয়। তার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সব বামপন্থী ছাত্রদের বহিস্কার করতে হবে বলেও দাবি করেন এবিভিপি নেতা অরবিন্দ দত্ত। না হলে রাজ্য এবিভিপির সদস্যরা রাজ্য জুড়ে আন্দোলনে নামবেন বলেও জানান তিনি। কারন শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বামপন্থীরা ভুলতে পারেন, এবিভিপি কখনওই বাঙালি এই নেতাকে ভুলবে না বলে জানায় এবিভিপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan