বিশেষ সংবাদদাতা
আজ দিল্লিতে বোমা ফাটবেন মুকুল রায়!
বেলা ৩টের সময় নয়া দিল্লির অশোকা রোডে, বিজেপির সদর দফতরে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে আবার মুখ খুলবেন মুকুল রায়। কী বলবেন মুকুল! ১০ তারিখ কলকাতায় যে বোমা ফাটিয়েছেন তার অনুরণন রাজ্য রাজনীতিতে এখনও চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সিভিল কোর্টে মামলা করে মুকুলের মুখ বন্ধ করতে চেয়েছেন। যদিও মুকুলের ঘনিষ্ঠ মহল বলছে, ১০ তারিখ মুকুল রায় কলকাতায় যা বলেছিলেন, আজ, বৃহস্পতিবার, দিল্লিতেও সেসব কথা বলবেন। অভিষেক নিয়ে কী আবার মুখ খুলবেন মুকুল! সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/mla-fata-keshto-abhishek/