নীল বণিক:
এবার বিজেপির রথযাত্রা আটকানোর হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শহরের একটি সভায় তিনি বলেন, ‘মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিংহদের বলছি তৃণমূল না চাইলে বিজেপি বাংলায় রথের চাকা নামাতে পারবে না। আমি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলছি, অনুগ্রহ করে আপনি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলুন। না হলে আমি নিজে গিয়ে দিদির পায়ে ধরব। যাতে বাংলায় ডিসেম্বর মাসে দিল্লির নেতারা রাজ্যে রথযাত্রা না করতে পারে।’
হাজরা মোড়ের দলীয় সভায় প্রথম থেকেই কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক। তবে তিনি তাঁর বক্তব্যের শেষের দিকে সুর কিছুটা নরম করেন। বলেন, ‘তৃণমূল সৌজন্যের রাজনীতি করে। তাই বাংলায় এখনও বিরোধীরা সভা সমিতি করতে পারছেন। আমরা না চাইলে রাজ্যে বিজেপির টিকি খুঁজে পাওয়া যেত না।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপির রথ আটকানোর হুমকি দেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল চুড়ি পরে বসে নেই। ডিসেম্বরে বিজেপির রথের জবাব আমরা দিতে জানি।