প্রসেনজিৎ মাহাতো
রোহিতকে নিয়ে আশাবাদী স্বয়ং শচীন। ওয়ানডতে সাফল্য, ব্যাটে রান। কিন্তু, টেস্টে দলে জায়গা পাচ্ছেন না। সেই রোহিতকে নিয়ে শচীন বলছেন, জীবন মাঝমধ্যে এরকম সময়ের মধ্যে দিয়ে যায়। চিন্তার কিছু নেই ধৈর্য ধরুন। ও ঠিক রান পাবে। টেস্টে ওর কয়েকটা বড় ইনিংস আছে, এটা ভুলে গেলে চলবে না। ওর ফর্ম নিয়ে ও নিজেও চিন্তায় রয়েছে। ও নিশ্চয়ই ভাবছে এটা নিয়ে। অস্ট্রেলিয়ার পিচে রোহিত মানিয়ে নিতে পারবে।
স্বয়ং শচীন যখন এরকম কথা বলে, মনোবল বাড়বেই বাড়বে। রোহিতের যেটা হবে।
