ওয়েব ডেস্ক:
আজ প্রথমবার তালিবানদের সঙ্গে বৈঠকে যোগ দিতে চলেছে ভারত। মস্কোয় অনুষ্ঠিত এই বৈঠককে এখনই ‘সরকারি উদ্যোগ’ বলতে চাইছে না ভারত। মূলত: গতমাসে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ঘুরে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। আজকের এই বৈঠকের উদ্যোক্তা রাশিয়া। ভারত ছাড়াও এই বৈঠকে আমেরিকা, চিন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ভারতের তরফে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন আফগানিস্থানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অমর সিনহা। বিদেশ মন্ত্রকের তরফে রবীশ কুমার জানিয়েছেন আফগানিস্তানে শান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য সবরকম উদ্যোগে রাজি ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news