ওয়েব ডেস্ক:
বোফোর্স কেসের নতুন করে তদন্ত করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের তরফে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন তদন্তকারী সংস্থা কেস ফাইল করতে দেরী করেছে। এবং তা ফাইল করতে কেন ৪৫২২ দিন দেরী হল তারও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তাই আবেদন খারিজ করল আদালত।
