চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আগামী ১০০০ দিনের মধ্যে ভারতের প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পৌঁছে যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্বাধীনতার ৭৩ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা প্রধানমন্ত্রী বলেন, “গত ৫ বছরে দেশের ১.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত এলাকায় অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের আগে মাত্র ৫ ডজন গ্রাম পঞ্চায়েত এলাকা অপটিক্যাল ফাইবার ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকত। এখন আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামকে হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা। এই পরিকল্পনা আগামী ১০০০ দিনের মধ্যে পূর্ণ হবে। আগামী ১০০০ দিনের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবার ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করা হবে।”



একইসঙ্গে তিনি ডিজিটাল ইন্ডিয়া অভিযান করোনা অতিমারির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান। এ প্রসঙ্গে মোদী বলেন, “করোনার সময়, আমরা দেখেছি ডিজিটাল ইন্ডিয়া অভিযানের কি ভূমিকা রয়েছে। শুধুমাত্র গত মাসেই ৩ লক্ষ কোটি টাকা ভীম (BHIM) অ্যাপের মাধ্যমে লেনদেন করা হয়েছে।” ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, এ প্রসঙ্গে মোদী এদিন নতুন সাইবার নিরাপত্তা নীতি আনা হবে বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, “ভারত সতর্ক রয়েছে এবং সাইবার সুরক্ষা ও হুমকির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। নতুন সিস্টেমও আনা হচ্ছে। শীঘ্রই দেশে একটি নতুন সাইবার সুরক্ষা নীতি চালু করা হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news