চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
টিভি সিরিয়ালে ‘লাভ জিহাদে’র কাহিনী রয়েছে, তাই ওই সিরিয়ালটি বন্ধ করতে হবে চ্যানেলকে। এই দাবি তুলে আন্দোলনে সরব হল অসমের কিছু হিন্দু সংগঠন।
অসমের স্থানীয় চ্যানেল রেনগনি টিভির একটি সিরিয়ালে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। এই সম্পর্ক নিয়েই হিন্দু সংগঠনগুলির আপত্তি। সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল নিষিদ্ধ করার দাবিতে প্রচার করে জনমত গঠন করেন হিন্দু সংগঠনের নেতারা। এমনকি কিছু হিন্দু সংগঠন এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভও দেখায়। এক হিন্দু সংগঠনের নেতা টুইট করে বলেন, “এই সিরিয়ালে লাভ জিহাদের এবং দেশ বিরোধী কিছু দৃশ্য রয়েছে। এই সিরিয়ালকে অবিলম্বে বাতিল করতে হবে।” হিন্দু জাগরণ সমিতি এই সিরিয়াল বন্ধের দাবিতে অনলাইনে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করেন।
তবে এই সিরিয়ালে ‘লাভ জিহাদ’ বা দেশ বিরোধী কোনও দৃশ্য নেই বলে দাবি করেছেন অভিনেত্রী প্রীতি কঙ্গনা। তিনি বলেন, হিন্দু ধর্মে আঘাত করবে ‘বেগম জান’ সিরিয়ালে এমন কোনও দৃশ্য নেই। আমি বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের কাছে অনুরোধ করব সিরিয়ালটি পুরোটা দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। হিন্দু সংগঠনকে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, “আমাকে অনেকে ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছেন। আমার পরিবারকেও হুমকির মুখে পড়তে হয়েছে। প্রোডাকশন কোম্পানি যেমন বলেন আমরা সেভাবেই কাজ করি। এতে আমাদের কোনও দোষ নেই।”